১৭ বছর আগে বিয়ে হয় ছবি আর মোহিতের। বিয়ের জন্মদিন এবার পালন করলেন হাসপাতালেই!
1/5ক্যানসার জয় করেছেন ছবি দিনকয়েক আগেই। এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবে হাসপাতাল থেকে নিজের ছবি, বন্ধু ও পরিবারের তাঁর সাথে দেখা করতে আসার ভিডিয়ো, কখনও মনের আবেগ জাহির করেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ ছবি মিত্তলের বিবাহবার্ষিকী। আজকের দিনটা পালন করলেন মোহিতের সাথে হাসপাতালেই! আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
2/5মোহিত হুসেনের ঠোঁটে ঠোঁট ডোবালেন ছবি এদিন। গভীর অশ্লেষে প্রেম জাহির করে নিলেন ১৭ বছরের স্বামীর সাথে। সেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘মনে আছে, বাবাকে যখন বিয়ের কথা বলতে এলে, বাবা বলেছিল তোমায় আমি খুব ভুগি। তখন হয়তো তুমি ভেবেছিলে সাধারণ ঠান্ডা লাগা, জ্বর। স্তন ক্যানসার হতে পারে বোধহয় জন্মেও ভাবনি।’ ছবি জানিয়েছেন, মোহিত এ ভাবে তাঁর পাশে না থাকলে ক্যানসার জয়ের এই লড়াই তাঁর পক্ষে সম্ভব হত না।
3/5ছবি লিখলেন, ১৭ বছরের বিবাহবার্ষিকীতে তিনি চান আগামী ১৭ জন্ম যেন মোহিতকে পান নিজের সঙ্গী হিসেবে। নেটপাড়ার অনুরাগীরাও এই জুটিকে শুভেচ্ছা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন।
4/5ছবি শেয়ার করার পাশাপাশি এদিন একটা রিলও শেয়ার করেন ছবি নিজের ইনস্টা অ্যাকাউন্টে।
5/5দুই সন্তানের মা ছবি। মেয়ে বড়। ২০১২ সালে জন্ম হয় আরিজার। ছোট ছেলে আরহাম হুসেনের জন্ম ২০১৯ সালে।