ওষুধ, খাবারের খরচ অনেক বেড়ে গিয়েছে। ফলে পাইকারিতে দাম বৃদ্ধি করা হয়েছে। তার সরাসরি প্রভাব হিসাবে দোকানগুলিতে বাড়ানো হচ্ছে দাম।
1/4রবিবার দুপুরে একটু চিকেনের ঝোল-ভাত। মধ্যবিত্ত জীবনে চাহিদা বলতে তো এটুকুই। কিন্তু এবার বোধ হয় তাতেও মূল্যবৃদ্ধির আগুন। ক্রমাগত বাড়ছে পোলট্রি মুরগির দাম। অনেকের আশঙ্কা, এই হারে বাড়তে থাকলে দাম কেজি প্রতি ৩০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে। ফাইল ছবি: ফেসবুক (Reuters)
2/4এখন দাম কেমন? বৃহস্পতিবার কলকাতায় চিকেনের দাম ছিল ২৫০-২৬০ টাকার আশেপাশে। শহরতলিতেও দামে খুব বেশি পার্থক্য নেই। তবে জেলাগুলিতে এখনও ২২০-২৩০-এর আশেপাশে দাম রয়েছে। (প্রতীকী ছবি, রয়টার্স) (Reuters)
3/4কিন্তু কেন দাম বাড়ছে? হুগলীর কোন্নগরের এক পোলট্রি মুরগি চাষি জানালেন, বর্তমানে সরবরাহ-চাহিদার একটা ব্যবধান রয়েছে। মুরগি পালনের খরচও বাড়ছে প্রতিনিয়ত। করোনার পর থেকে ওষুধ, খাবারের খরচ অনেক বেড়ে গিয়েছে। ফলে পাইকারিতে দাম বৃদ্ধি করা হয়েছে। তার সরাসরি প্রভাব হিসাবে দোকানগুলিতে বাড়ানো হচ্ছে দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/4মুরগির দোকানদাররা কী বলছেন? শহরের মুরগি বিক্রেতারা জানাচ্ছেন, গরমে এমনিতেই মুরগি কিছুটা কম বিক্রি হয়। তার উপর দাম বৃদ্ধির কারণে মুরগি কম পরিমাণে কিনছেন ক্রেতারা। (প্রতীকী ছবি, রয়টার্স) (Reuters)