CR450: বহু পিছনে বন্দে ভারত, বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন তৈরি করে তাক লাগাল চিন!
Updated: 30 Dec 2024, 02:49 PM ISTআবারও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল চিন! তাদের দাবি, বিশ্বের সবথেকে দ্রুত গতিসম্পন্ন বুলেট ট্রেন আবিষ্কার করে ফেলেছে তারা। রবিবার সেই বুলেট ট্রেনের 'প্রোটোটাইপ' প্রকাশ্যে এনেছে বেজিং। চিনের দাবি, এই নয়া বুলেট ট্রেনের সর্বাধিক গতি প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে!
পরবর্তী ফটো গ্যালারি