বাংলা নিউজ > ছবিঘর > China covid cases rises: বছরের শেষ লগ্নে ফের হু হু করে বাড়ছে কোভিড! অসুস্থতা, লকডাউন, কোয়ারেন্টাইনে জেরবার চিন

China covid cases rises: বছরের শেষ লগ্নে ফের হু হু করে বাড়ছে কোভিড! অসুস্থতা, লকডাউন, কোয়ারেন্টাইনে জেরবার চিন

চিনের জিংজিয়াংয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। কোভিড ১৯ ঘিরে সেখানে বহুদিন ধরেই লকডাউন চলছে। আর সেই লকডাউন তুলে নেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ এলাকায়।