মার্কিন যুক্তরাষ্ট্রের এক রিপোর্টে তুলে ধরা তথ্যে বলা হচ্ছে হাইনান শানদুন-এর মতো সংস্থাকে সামনে রেখে আড়ালে চিন নিয়োগ করছে গুপ্তচর বাহিনী। এইভাবে তাদের গুপ্তচর মিশনকে তারা পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বলে দাবি আমেরিকার
1/5চিনের গোপন গুপ্তচরবৃত্তি নিয়ে সদ্য এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। এক রিপোর্টের দাবি, হাইনান শানদুন নামে এক চিনা সংস্থা পুরোদমে চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদের নিয়োগ করছে। মূলত ইংরেজি অনুবাদক হিসাবে চলছে নিয়োগ। আর সেই নিয়োগ নিয়েই নানান প্রশ্ন উঠছে। প্রতীকী ছবি। Photographer: Qilai Shen/Bloomberg.
2/5মার্কিন যুক্তরাষ্ট্রের এক রিপোর্টে তুলে ধরা তথ্যে বলা হচ্ছে, হাইনান শানদুন-এর মতো সংস্থাকে সামনে রেখে আড়ালে চিন নিয়োগ করছে গুপ্তচর বাহিনী। এইভাবে তাদের গুপ্তচর মিশনকে তারা পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বলে দাবি আমেরিকার। প্রতীকী ছবি। Photographer: Qilai Shen/Bloomberg.
3/5দাবি করা হচ্ছে, চিনের গুপ্তচর বাহিনীর সঙ্গে সম্প্রকিত কিছু হ্যাকার লিঙ্ক থেকে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বলে খবর। মার্কিন মুলুকের এফবিআই দাবি করছে, সাইবার মাধ্যমের হাত ধরে গুপ্তচরবৃত্তি চালানোর ছক কষে এই নিয়োগ চলছে। প্রতীকী ছবি।Photographer: Qilai Shen/Bloomberg.
4/5এদিকে, চিনের বিশ্ববিদ্যালয়গুলি থেকে যে নিয়োগ চলছে সেখানে লোকানো হচ্ছে যে কী মর্মে এই নিয়োগের কাজ চালানো হচ্ছে, তার তথ্য। পড়ুয়াদের বলা হচ্ছে না, কী কাজ তাঁদের করতে হবে। দাবি আমেরিকার তদন্তকারী সংস্থার।
5/5আমেরিকার তথ্য বলছে, হাইনান, সিচুয়ার, শিয়ান থেকে এই বিশেষ নিয়োগ শুরু হয়েছে। মার্কিনি সংস্থার দাবি, সম্ভবত কোনও গোপন পথে চুরি যাওয়া নথি পড়ার জন্য ইংরেজিতে শিক্ষিত এই পড়ুয়াদের নিয়োগ করা হচ্ছে। আমেরিকার তথ্য বলছে, এই নিয়োগের পরীক্ষায় কিছু গোপন পেপার দেখএ ইংরেজি অনুবাদ করতে দেওয়া হয়। আর সেই ঘটনা ঘিরেই সন্দেহ। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)