গঙ্গার এক শাখানদীরর ওপর একটি বাঁধ নির্মাণ করছে চিন। বাঁধটি তিব্বতে অবস্থিত। ভারত, নেপাল ও চিনা ত্রি-সীমান্তের খুব কাছে অবস্থিত এই বাঁধটি। এই বাঁধের ফলে গঙ্গার শাখানদীর নিচের দিকের জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে চিন। এই নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এর আগে অরুণাচল সীমান্তের কাছে নির্মীয়মাণ এক বাঁধ নিয়ে শঙ্কায় ছিল ভারত।
1/5নতুন এই বাঁধের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। তিব্বতের এই নয়া বাঁধের চিত্র এমন এক সময় সামনে এল যখন ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মীয়মাণ চিনা 'সুপার-ড্যাম' নিয়ে চর্চা তুঙ্গে। ইয়ারলুং সাংপো নদীর ওপর বাঁধটির কারণে আটকে যাবে ব্রহ্মপুত্রর জলধারা। অরুণাচল প্রদেশের কাছে চিনের তৈরি বাঁধটি ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
2/5উল্লেখ্য, তিব্বতের ইয়ারলুং সাংপো নদী অরুণাচলে প্রবেশ করে সিয়ান নদ হয়ে যায়। পরে অসমে সেটাই ব্রহ্মপুত্র হয়ে ওঠে। এই আবহে আশঙ্কা করা হচ্ছে, বাঁধ নির্মাণের পর ব্রহ্মপুত্র নদের জলধারা বা গতিপথ ঘুরিয়ে দিতে পারে চিন। এর সেই আশঙ্কার মাঝেই এবার গঙ্গার শাখানদীর ওপর এই নয়া বাঁধ নির্মাণের খবর প্রকাশ্যে এল।
3/5ভারত, নেপাল ও চিনের ত্রি-সীমানায় অবস্থিত এই বাঁধের ছবিটি বৃহস্পতিবার ইন্টেল ল্যাবের একজন ভূ-স্থানিক (Geospatial) গবেষক টুইট করেন। সেই গবেষকের নাম ড্যামিয়েন সাইমন। তাঁর টুইট করা স্যাটেলাইট চিত্রগুলিতে দেখা যাচ্ছে, ২০২১ সালের মে থেকে তিব্বতের বুরাং কাউন্টিতে মাবজা জাংবো নদীর ওপর চিন একটি বাঁধ নির্মাণ করছে। এই মাবজা জাংবো নদী ভারতে প্রবেশ করে গঙ্গায় যোগ দেয়। তার আগে এই নদী নেপালের ঘাঘরা বা কর্নালি নদী হিসেবে প্রবাহিত হয়। সাইমন বলেন, বাঁধটি ভারত ও নেপালের সাথে চিনের সীমান্তের 'জংশন' থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত।
4/5সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র অনুসারে, মাবজা জাংবো নদীর ওপর অবস্থিত বাঁধটি ৩৫০ মিটার থেকে ৪০০ মিটার দীর্ঘ বলে মনে হচ্ছে। সাইমন বলেন, 'কাঠামোটি বর্তমানে পুরোপুরি নির্মিত হয়নি। কাজ চলছে। তাই এর আসল উদ্দেশ্যটি এখনও অজানা।' এদিকে স্যাটেলাইট চিত্রে আরও দেখা গিয়েছে যে এই বাঁধের খুব কাছেই তৈরি করা হচ্ছে একটি বিমানবন্দর।
5/5বাঁধটি ভারত ও নেপালের সাথে চিনের সীমান্তের ত্রিসীমানা এবং উত্তরাখণ্ড রাজ্যের কালাপানি অঞ্চলের বিপরীতে অবস্থিত। মাবজা জাংবো নদীর জলকে বাধা দিতে বা প্রবাহ বদলে দিতে ব্যবহার করা হতে পারে এই বাঁধের। সাম্প্রতিক বছরগুলিতে, চিন ইয়ারলুং জাংবো নদীতে এই ধরনেরই বেশ কয়েকটি ছোট বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধগুলির কারণে উত্তর-পূর্বে ব্রহ্মপুত্রের প্রবাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আর এখন ইয়ারলুং জাংবো নদীতে চিন 'সুপার-ড্যাম' তৈরির পরিকল্পনা করছে।