Chinese Dam on Ganga tributary: ভারত সীমান্তের খুব কাছেই তৈরি হচ্ছে চিনা বাঁধ, প্রভাব পড়তে পারে গঙ্গার প্রবাহে
Updated: 20 Jan 2023, 07:52 AM ISTগঙ্গার এক শাখানদীরর ওপর একটি বাঁধ নির্মাণ করছে চিন। বাঁধটি তিব্বতে অবস্থিত। ভারত, নেপাল ও চিনা ত্রি-সীমান্তের খুব কাছে অবস্থিত এই বাঁধটি। এই বাঁধের ফলে গঙ্গার শাখানদীর নিচের দিকের জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে চিন। এই নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এর আগে অরুণাচল সীমান্তের কাছে নির্মীয়মাণ এক বাঁধ নিয়ে শঙ্কায় ছিল ভারত।
পরবর্তী ফটো গ্যালারি