HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > দর্শকদের মাঝে বিলিয়ে দিলেন গ্লাভসজোড়া, গার্ড অফ অনার অজিদের, ব্র্যাভোর সঙ্গেই শেষ হল গেইল যুগ?

দর্শকদের মাঝে বিলিয়ে দিলেন গ্লাভসজোড়া, গার্ড অফ অনার অজিদের, ব্র্যাভোর সঙ্গেই শেষ হল গেইল যুগ?

  • ডোয়েন ব্র্যাভো আগেই জানিয়ে দিয়েছেন যে, বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। সেই মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচটিই ছিল ব্র্যাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্রিস গেইল সরকারিভাবে কিছু না জানালেও আচরণে বুঝিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে শেষ হতে চলেছে গেইল যুগও।
1/6 ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমে ৯ বলে ১৫ রান করে আউট হন গেইল। মাঠ ছাড়ার সময় ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন স্বীকার করেন দ্য ইউনিভার্স বস। ইঙ্গিত স্পষ্ট, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে হয়ত তাঁকে আর নাও দেখা যেতে পারে। 
<
2/6 আউট হয়ে সাজঘরে ফেরার পর ক্রিস গেইলকে দর্শকদের মধ্যে নিজের ব্যাটিং গ্লাভস বিলিয়ে দিতে দেখা যায়। 
<
3/6 ম্যাচের শেষে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গেইল ও ব্র্যাভোকে গার্ড অফ অনার দেন। ক্যারিবিয়ান ক্রিকেটাররাও যোগ দেন সারিতে।
<
4/6 ডেভিড ওয়ার্নারের সঙ্গে যখন নাচতে দেখা যায় ব্র্যাভোকে, তখন বিদায় জানানোর ছলে হাত তুলতে দেখা যায় গেইলকেও।
<
5/6 ইনিংসের ১৬তম ওভারে গেইলের হাত বল তুলে দেন পোলার্ড। অস্ট্রেলিয়া স্কোর লেভেল করার পর গেইল আউট করেন মিচেল মার্শকে। উইকেট নেওয়ার পর ব্যাটসম্যান মার্শের সঙ্গে হাসি-ঠাট্টায় সেলিব্রেট করতে দেখা যায় গেইলকে। 
<
6/6 যদিও ব্র্যাভো জানান যে, তিনি নিশ্চিত নন গেইল অবসর নিচ্ছেন কিনা। বরং তাঁর দাবি, গেইলের মধ্যে এখনও কিছু ক্রিকেট বাকি রয়েছে।
<

আরও ছবি