Christmas 2022 Weather Update in West Bengal: আপাতত পশ্চিমবঙ্গে ঠান্ডার আমেজ আছে। এবার ক্রিসমাসে অবশ্য জাঁকিয়ে শীত থাকবে না। বরং বাড়তে চলেছে তাপমাত্রা। সেইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কয়েকটি জেলায় কুয়াশা পড়বে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তা দেখে নিন -
1/5কিছুটা কমল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি ছিল। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিক। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধাপে-ধাপে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গে রাতের পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কুয়াশার সতর্কতা: আগামী ৪৮ ঘণ্টায় হিমালয়ের পাদদেশে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ওই সময়ের মধ্যেই (অর্থাৎ আগামী দু'দিনে) সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/5ক্রিসমাসে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামিকাল (বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর) পর্যন্ত রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। অর্থাৎ বড়দিনে ঠান্ডার প্রকোপ থাকবে। শুক্রবারের থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি বাড়তে পারে। এই মুহূর্তে নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)