হাথরাস কাণ্ড নিয়ে ফুঁসছে দেশ, দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে স্বরা, কেজরি Updated: 02 Oct 2020, 10:57 PM IST HT Bangla Correspondent হাথরাস গণধর্ষণ ও হত্যা নিয়ে বিক্ষোভের আঁচ সারা দেশে। দলিত সংগঠনগুলি আছেন এর পুরোভাগে। মাঠে নেমে পড়েছেন বিরোধীরাও। সুশীল সমাজের সদস্যরাও যুক্ত হয়েছেন প্রতিবাদে। এরকমই একটি বড় প্রতিবাদ সভা হল দিল্লির যন্তর মন্তরে। 1/10গ্র্যাফিটিতে প্রতিবাদ (PTI) 2/10সরব স্বরা (PTI) 3/10দ্বীপ জ্বেলে যাই (PTI) 4/10গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের অভিনব প্রতিবাদ (PTI) 5/10উপস্থিত গুজরাতের নেতা জিগনেশ মেওয়ানি। (PTI) 6/10যন্তর মন্তরে বাম সংগঠন (PTI) 7/10সমব্যথী কেজরিওয়াল (PTI) 8/10প্রতিবাদের নয়া ভাষা (PTI) 9/10প্রতিবাদে মুখর (PTI) 10/10বাল্মিকী মন্দিরে প্রিয়াঙ্কা (PTI)