হাথরাস কাণ্ড নিয়ে ফুঁসছে দেশ, দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে স্বরা, কেজরি
Updated: 02 Oct 2020, 10:57 PM ISTহাথরাস গণধর্ষণ ও হত্যা নিয়ে বিক্ষোভের আঁচ সারা দেশে। দলিত সংগঠনগুলি আছেন এর পুরোভাগে। মাঠে নেমে পড়েছেন বিরোধীরাও। সুশীল সমাজের সদস্যরাও যুক্ত হয়েছেন প্রতিবাদে। এরকমই একটি বড় প্রতিবাদ সভা হল দিল্লির যন্তর মন্তরে।
পরবর্তী ফটো গ্যালারি