Class 11 Admission: এবার মাধ্যমিকে ৯.৫ লাখ পড়ুয়া পাশ করেছে। তারপর সব স্কুলে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা বাড়াল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে একাদশ শ্রেণিতে ভরতির ক্ষেত্রে ৪৫ শতাংশ আসন বাড়ানো হচ্ছে।
1/4নয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাড়তে চলেছে আসন সংখ্যা। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভরতি নিতে পারবে কোনও স্কুল। আগে সর্বোচ্চ আসন সংখ্যা ছিল ২৭৫। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4অর্থাৎ প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা ৪৫.৪৫ শতাংশ বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4শুক্রবারই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার মাধ্যমিকে ৯৪৯,৯২৭ জন পাশ করেছে। সেই পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে বেশি সংখ্যক পড়ুয়া ভরতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)