ব্যাঙ্ক কর্মীর ভুলে ভুল অ্যাকাউন্টে পাঠানো হয়ে যায় সরকারি স্কিমের টাকা। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে রীতিমতো ঘাবড়ে যান অনেকে। তবে একজন আবার টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
1/9SBI কর্মীর ভুল, সরকারি প্রকল্পের ১.৫ কোটি টাকা ঢুকল অ্যাকাউন্টে! (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/9এমনটাই হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কর্মীদের ভুলের ফলে তেলাঙ্গানা সরকারের দলিতবন্ধু প্রকল্পের টাকা অপব্যবহার হয়েছে বলে অভিযোগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT Photo)
3/9এই স্কিমের লক্ষ্য, SC পরিবার-প্রতি ১০ লক্ষ টাকা এককালীন মূলধন সহায়তা প্রদান করা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT Photo)
4/9দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুসারে, স্কিমটি এসসি পরিবারগুলিকে একটি উপযুক্ত আয়ের উৎস নির্মাণের উদ্দেশ্যে ১০০% ভর্তুকি প্রদান করে। ফাইল ছবি : মিন্ট (HT Photo)
6/9লোটাস হাসপাতালের ১৫ জন কর্মচারীর (বেতন) অ্যাকাউন্টে মোট ১.৫০ কোটি টাকা ঢুকে যায়। অর্থাত্ প্রত্যেক কর্মী তাঁদের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা করে পান। ফাইল ছবি : রয়টার্স (HT Photo)
7/9অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে রীতিমতো ঘাবড়ে যান ওই কর্মীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (HT Photo)
8/9যদিও অল্প সময়েই এসবিআই রাঙ্গারেড্ডি জেলা কালেক্টরেট শাখার আধিকারিকরা ভুল ধরে ফেলেন। তাঁরা হাসপাতাল কর্মীদের টাকা ফেরত দিতে অনুরোধ করেন। সেখানেও সমস্যা সৃষ্টি হয়। ফাইল ছবি : রয়টার্স (HT Photo)
9/9১৫ জন কর্মীর মধ্যে ১ জন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করেছে ব্যাঙ্ক। ফাইল ছবি : রয়টার্স (HT Photo)