উৎসবের মরশুমে মূল্যস্ফীতির বড় ধাক্কায় পোহাতে হল ... more
উৎসবের মরশুমে মূল্যস্ফীতির বড় ধাক্কায় পোহাতে হল সাধারণ মানুষকে। আজ থেকে সিএনজি এবং পিএনজির মূল্যবৃদ্ধি করা হল। আজ ৮ অক্টোবর সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
1/5আজ থেকে দিল্লি-এনসিআরে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। সিএনজির দাম কেজিতে ৩ টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। আজ ৮ অক্টোবর সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। (HT_PRINT)
2/5একইসঙ্গে পিএনজির দামও বেড়েছে আজ ১ টাকা করে বেড়েছে। দিল্লি ছাড়াও আজ থেকে নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ সহ উত্তর ভারতের অনেক শহরে সিএনজি এবং পিএনজির দাম বেড়েছে। কর্নাল, কানপুর এবং মুজাফফরনগরের মতো শহরেও দাম বেড়েছে। (HT_PRINT)
3/5আজ থেকে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ৭৫.৬১ টাকা থেকে বেড়ে ৭৮.৬১ টাকা হয়েছে। এদিকে নয়ডা এবং গাজিয়াবাদে সিএনজির দাম ৭৮.১৭ থেকে বেড়ে ৮১.১৭ টাকা হয়েছে। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম ৮৩.৯৪ টাকা থেকে বেড়ে ৮৯.০৭ টাকা হয়েছে। (HT_PRINT)
4/5দিল্লিতে পিএনজি-র দাম বেড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে ৫৩.৫৯ টাকা হয়েছে। নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে দাম বেড়ে হয়েছে ৫৩.৪৬ টাকা। একই সময়ে, মুজাফফরনগর, শামলি এবং মিরাটে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে পিএনজির দাম হয়েছে ৫৬.৯৭ টাকা। কানপুর, ফতেহপুর এবং হামিরপুরে পিএনজির দাম বেড়ে ৫৬.১০ টাকা হয়েছে। (HT_PRINT)
5/5দিওয়ালির আগে উত্তর ভারতের একাধিক শহরে সিএনজি এবং পিএনজির মল্যবৃদ্ধিতে আম জনতার উপর প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সামগ্রীর বাজার দরের উপরও এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে। (HT_PRINT)