আদতে তিনি ছিলেন পাকিস্তানের সেনার সদস্য। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন ভারতকে। স্বাধীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একনজরে দেখে নিন তাঁর কাহিনি -
1/4চলতি বছর পদ্মশ্রী পেয়েছেন পাকিস্তানি সেনার প্রাক্তন আধিকারিক তথা লেফটেন্যান্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জহির। যিনি মুক্তিযুদ্ধে ভারতকে সাহায্য করে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। (ছবি সৌজন্য, টুইটার @DrSJaishankar)
2/4লেফটেন্যান্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জহির ভারত এবং বাংলাদেশকে সাহায্য করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। শিয়ালকোটে নিযুক্ত ২০ বছরের জহির ভারতে এমন একটা সময়ে পাড়ি দিয়েছিলেন, যখন বাংলাদেশে (তত্কালীন পূর্ব পাকিস্তান) পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরম স্তরে পৌঁছে গিয়েছিল। (ছবি সৌজন্য, টুইটার @DrSJaishankar)
3/4ভারতে এসেও সমস্যার মুখে পড়েছিলেন। এখানে তাঁকে স্বাভাবিকভাবেই একজন পাকিস্তানি গুপ্তচর বলে সন্দেহ করা হয়েছিল। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে জেরা করেছিলেন। (ছবি সৌজন্য, টুইটার @mygovindia)
4/4লেফটেন্যান্ট কর্নেল জহির পাকিস্তানি সেনাবাহিনীর গোপনীয় নথি উপস্থাপন করে নিজের যুক্তি পেশ করেছিলেন। পরে তাঁকে দিল্লিতে একটি সেফ হাউসে পাঠানো হয়েছিল। সেখান থেকে ভারতীয় গোয়েন্দারা তাঁর সঙ্গে সমন্বয় স্থাপন করেছিলেন। পরে বাংলাদেশে চলে গিয়েছিলেন। সেখানে তিনি মুক্তিবাহিনীকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিলেন মুক্তিযোদ্ধাদের। (ছবি সৌজন্য, টুইটার @easterncomd)