Colombia's First Leftist President: পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তাতে ভর করেই কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গুস্তাবো পেট্রো। তার ফলে ইতিহাসে এই প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেল লাতিন আমেরিকার দেশ।
1/5ইতিহাস তৈরি হল কলম্বিয়ায়। এই প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেল লাতিন আমেরিকার সেই দেশ। (ছবি সৌজন্যে এএফপি)
2/5প্রাক্তন গেরিলা নেতা তথা বিদ্রোহী নেতা গুস্তাবো পেট্রো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধনকুব রডলফো হার্নান্ডেজকে হারিয়ে দেন তিনি। (ছবি সৌজন্যে এএফপি)
3/5একাধিক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন বোগোতার ৬২ বছরের প্রাক্তন মেয়র পেট্রো। যিনি দেশের অর্থনীতির ভোল পালটে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রডলফো পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/5সেই ঐতিহাসিক জয়ের পর পেট্রো বলেন, 'কলম্বিয়া পালটাচ্ছে। এটা সত্যিকারের পরিবর্তন। যা আমাদের লক্ষ্যপূরণের পথে নিয়ে যাবে।' (ছবি সৌজন্যে এএফপি)
5/5তিনি বলেন, 'এটা ঘৃণার সময় নয়। এই সরকার হল জীবনের। আগামী ৭ অগস্ট থেকে যে সরকারের যাত্রা শুরু হবে।' (ছবি সৌজন্যে রয়টার্স)