কয়েকদিন আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত দলগুলির মধ্যে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু আফগানিস্তান এবং ভারতের বিরুদ্ধে হেরে গিয়ে পুরো প্যাঁচে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বিরুদ্ধে হারের পরে কি সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশকে পাত্তা দিলেন না মিচেল মার্শ?
1/5 ‘কাম অন বাংলাদেশ’- ভারতের কাছে হেরে যাওয়ার পরে ‘টাইগার’-দের যেন সবথেকে বড় সমর্থক হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সোমবার সেন্ট লুসিয়ায় ভারতের কাছে হেরে যাওয়ার ফলে অস্ট্রেলিয়াকে এখন সত্যিই ‘কাম অন বাংলাদেশ’ বলতে হচ্ছে। কারণ আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেলেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্যে এক্স)
2/5 যদিও খুব বেশি করেও ‘কাম অন বাংলাদেশ’ বলতে পারবে না অস্ট্রেলিয়া। কারণ বাংলাদেশ যদি বেশি বড় ব্যবধানে জিতে যায়, তাহলে আবার অজিদের টপকে ভারতের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবেন নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসানরা। আর বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না অস্ট্রেলিয়া। ত্রিনিদাদে যাওয়ার বিমানে ওঠার পরিবর্তে অস্ট্রেলিয়ায় ফেরার বিমান ধরতে হবে মার্শদের। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5 সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে প্রার্থনা করতে হবে যে বাংলাদেশ যেন জিতে যায়। বাংলাদেশ যদি একটি নির্দিষ্ট ব্যবধানে জেতে, তাহলে তিনটি দলের (আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ) পয়েন্ট হবে দুই। নেট রানরেটের নিরিখে এগিয়ে থাকায় বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। ছিটকে যাবে আফগানিস্তান এবং বাংলাদেশ। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5 তবে বাংলাদেশ যদি ৬২ রান বা তার বেশি ব্যবধানে জেতে, তাহলে নেট রানরেটের নিরিখে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাবে। আবার বাংলাদেশ যদি ১২.২ ওভারের মধ্যে ১৩০ রান তাড়া করে জিতে যায়, তাহলেও নেট রানরেটের নিরিখে টপকে যাবে অস্ট্রেলিয়াকে। ছিটকে যাবে আফগানিস্তান (এখনই অস্ট্রেলিয়ার থেকে খারাপ রানরেট রশিদদের) এবং অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্যে এএনআই)