অপ্রাপ্তবয়স্কদের কন্ডোম বিক্রি করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল দক্ষিণী রাজ্য কর্ণাটকের ওষুধ নিয়ন্ত্রক অধিদফতর। যা নিয়ে তৈরি হয়েছিল সংশয় এবং ধোঁয়াশা। ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট গত বৃহস্পতিবার ১৮ বছরের কমবয়সিদের কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি বিক্রি নিয়ে ওষুধের দোকানদারদের 'কাউন্সেলিং' করতে বলেছিল।
1/4ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট গত বৃহস্পতিবার ১৮ বছরের কমবয়সিদের কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি বিক্রি নিয়ে বিজ্ঞপ্তি জারি রে বলেছিল, দোকানদের দায়িত্ব হবে অপ্রাপ্তবয়স্করা কন্ডোম বা গর্ভনিরোধক ট্যাবলেট কিনতে এলে যাতে তাদের বোঝায়। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, সরকারের তরফে অপ্রাপ্তবয়স্কদের কন্ডোম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল সরকার।
2/4সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জারি করা বিজ্ঞপ্তিতে এটা কখনও বলা হয়নি যে অপ্রাপ্তবয়স্কদের কন্ডোম বিক্রি করা যাবে না। প্রাথমিক বিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হলে সঙ্গে সঙ্গে নতুন নোটিশ জারি করা হয় সরকারের তরফে। কর্ণাটকের ওষুধ নিয়ন্ত্রক ভাগোজি টি খানপুরে সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা এমন কোনও সার্কুলার জারি করিনি। কোনও বয়সের মানুষের কাছে কন্ডোম বা অন্যান্য গর্ভনিরোধক বিক্রির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।'
3/4উল্লেখ্য, কয়েকদিন আগেই বেঙ্গালুরুর এক স্কুলের পড়ুয়াদের ব্যাগ থেকে কন্ডোম, সিগারেট উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় হতবাক হয়েছিল গোটা দেশের শিক্ষামহল। এমনকী একটি স্কুলবাসের ফার্স্ট এইডের বাক্স থেকেও উদ্ধার হয়েছিল কন্ডোম। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ পেইনকিলার ট্যাবলেটও উদ্ধার হয়েছিল। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল।
4/4স্কুল পড়ুয়াদের কাছ থেকে কন্ডোম উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসার পরই অপ্রাপ্তবয়স্কদের কন্ডোম বিক্রি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ড্রাগ কন্ট্রোলার। তবে সেই বিজ্ঞপ্তির পর নতুন করে হইচই হয়। একাধিক মহলের তরফে বলা হয়, এই বিজ্ঞপ্তির জেরে যুব সম্প্রদায়ের মধ্যে যৌনরোগ ছড়ানোর প্রবণতা বাড়বে, অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকিও বেড়ে যাবে। এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ধরনের কোনও সার্কুলার জারি করা হয়নি।