দেখে নিন বিশ্বের বিভিন্ন শহরের পুলিশ দফতরের আকর্ষণীয় সব মোটরসাইকেল।
1/10একসময়ে পুলিশের মোটরসাইকেল ভাবলেই লাল রঙের বিশাল বড় রয়্যাল এনফিল্ডের ছবি ভেসে উঠত। বড় রাস্তায় সেই মোটরসাইকেলের কর্তৃত্ব কমেনি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে আমাদের রক্ষাকর্তাদের বাহন। দেখে নিন বিশ্বের বিভিন্ন শহরের পুলিশ দফতরের আকর্ষণীয় সব মোটরসাইকেল। রইল আমাদের কলকাতাও। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
2/10আবু ধাবি পুলিশ - Ducati Panigale V4 R : গত ২০১৯ সালে আবু ধাবি পুলিশের ফ্লিটে মোট ৮টি 'ডুকাটি পানিগালে ভি ফোর আর' (Ducati Panigale V4 R) যোগ দেয়। এর এক একটির দাম ৫২ লক্ষ টাকারও বেশি। আবু ধাবির বেপরোয়া স্পোর্টসকারদের ভয় পাওয়াতে অবশ্য এটুকু প্রয়োজন। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
3/10ব্রিটেন - Ducati Panigale V4 : ২০১৮ সালে ৮টি Ducati Panigale V4 যোগ করা হয় ব্রিটেনের পুলিশ ডিপার্টমেন্টে। এই বাইকের মাধ্যমে নতুন রাইডারদের সাবধানে মোটরসাইকেল চালানোর বিষয়ে পাঠ ও সচেতনতা বৃদ্ধিও করা হয়। দাম : ২৩ লক্ষ টাকা। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
4/10মিলান - MV Agusta Rivale 800 : ইতালির মিলান পুলিশ ডিপার্টমেন্ট ২০১৪ সালে তাদের গ্যারেজে MV Agusta Rivale 800 যোগ করে। এগুলি শহরের স্পেশাল পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। কোনও আপদকালীন পরিস্থিতিতে দ্রুত কোথাও পৌঁছতে এই মোটরসাইকেল ব্যবহার করেন পুলিশকর্মীরা। দাম : ১৪ লক্ষ টাকা। এর পাশাপাশি MV Agusta Turismo Veloce 800 ব্যবহার করা হয় হাইওয়ে পেট্রোলিংয়ের জন্য। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
5/10মার্কিন যুক্তরাষ্ট্র - Harley-Davidson : মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ বহুদিন ধরেই Harley-Davidson মোটরসাইকেল ব্যবহার করে। সংস্থার বিভিন্ন দামি মডেলের মোটরসাইকেল ব্যবহার করা হয় পেট্রোলিং, চেজিং ও কনভয়ের জন্য। XL 883L Sportster মডেলের দাম শুরু ১০ লক্ষ টাকা থেকে। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
6/10অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, ব্রিটেন - Yamaha FJR1300P : বিশ্বের বেশ কিছু দেশের বিভিন্ন শহরের পুলিশ এই মোটরসাইকেল ব্যবহার করে। দাম প্রায় ১৩ লক্ষ টাকা। ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
7/10মালয়েশিয়া পুলিশ - Honda ST1300P মালয়েশিয়ার 'Polis' ডিপার্টমেন্ট Honda ST1300P স্পোর্টস টুরার ব্যবহার করে। দাম : ১৪ লক্ষ টাকারও বেশি। ছবি : টুইটার (Instagram)
8/10মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পুলিশ - BMW R1200RT দ্রুত গতি ও কমফোর্টের সমন্বয় BMW R1200RT । মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পুলিশ পেট্রোলিংয়ে এই মোটরসাইকেল ব্যবহার করা হয়। ইউরোপের বিভিন্ন দেশের পুলিশও এটি ব্যবহার করে। দাম : ১৮ লক্ষ টাকা । ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
9/10জাপান - Honda VFR800P জাপানের পুলিশ ফোর্স এই মোটরসাইকেল ব্যবহার করে। এই মোটরসাইকেলে জাপান পুলিশের ট্রেনিংয়ের বেশ কিছু ভিডিয়োও রয়েছে ইউটিউবে। দাম : ৯.৫০ লক্ষ টাকা । ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
10/10কলকাতা পুলিশ - Harley Davidson 750 : ২০১৭ সালে প্রথম ৫টি হার্লে ডেভিডসন ৭৫০ যোগ করা হয় কলকাতা পুলিশে। মূলত ভিআইপি কনভয়ে ব্যবহার করা হয় এই ক্রুজারগুলি। দাম শুরু ৪.৬৯ লক্ষ টাকা থেকে। ছবি : ফেসবুক (Instagram)