Copa America: দুরন্ত গোলরক্ষক থেকে অপ্রতিরোধ্য 'এলএম১০', দেখে নিন দেশের জার্সিতে লিও মেসির অধরা খেতাব জয়ের পাঁচটি কারণ
Updated: 11 Jul 2021, 08:33 AM ISTঅতীতে বারংবার ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। তবে অগুনতি হতাশা, গ্লানি ও অশ্রুর পরে অবশেষে ২৮ বছর পর মহাদেশ সেরার ট্রফি ফিরছে দিয়েগো মারাদোনার দেশে। এক নজরে দেখে নিন কী কারণে অবশেষে মেসির হাতে উঠল অধরা আন্তর্জাতিক খেতাব।
পরবর্তী ফটো গ্যালারি