একইদিনে সাফল্য, ৫-১২ বছরের জন্য Corbevax ও ৬-১২ বছরের জন্য অনুমোদন Covaxin-কে
Updated: 26 Apr 2022, 01:02 PM ISTআপাতত দেশজুড়ে ১২ বছরের ঊর্ধ্বে করোনাভাইরাস টিকাকরণ চলছে। সঙ্গে প্রদান করা হচ্ছে ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশন ডোজ’। তারইমধ্যে পাঁচ বছর থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রদানের জন্য কোরবেভ্যাক্স এবং ছয় বছর থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রদানের জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি