বাংলা নিউজ > ছবিঘর > Coromandel Express Accident Death: করমণ্ডল দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা, এখনও চিহ্নিত হয়নি ১৬০টি দেহ

Coromandel Express Accident Death: করমণ্ডল দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা, এখনও চিহ্নিত হয়নি ১৬০টি দেহ

প্রায় ৩০০ রেল যাত্রীর মৃত্যুর শোকে বালাসোরের আবহাওয়া এখনও ভারী। আজ সরকারি ভাবে আরও বেড়েছে মৃতের সংখ্যা। এদিকে জানা গিয়েছে, এখনও ১৬০টি মৃতদেহকে চিহ্নিত করা যায়নি এবং তাদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই আবহে মৃতদেহগুলি সরিয়ে ফেলা হচ্ছে বালাসোর থেকে।