যাঁরা করোনাভাইরাস টিকা পাওয়ার যোগ্য (১৮ বছরের ঊর্ধ্বে টিকা দিচ্ছে সরকার), তাঁদের মধ্যে ৫০ শতাংশ মানুষ দুটি ডোজই পেয়ে গিয়েছেন। অর্থাৎ ৫০ শতাংশ যোগ্য ভারতীয়ের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এমনই দাবি করল কেন্দ্র। তারইমধ্যে দেখে নিন ভারতের দৈনন্দিন পরিসংখ্যান -
1/8কেন্দ্রের দাবি, যাঁরা করোনাভাইরাস টিকা পাওয়ার যোগ্য (১৮ বছরের ঊর্ধ্বে টিকা দিচ্ছে সরকার), তাঁদের মধ্যে ৫০ শতাংশ মানুষ দুটি ডোজই পেয়ে গিয়েছেন। অর্থাৎ ৫০ শতাংশ যোগ্য ভারতীয়ের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/8রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, ‘এটা অত্যন্ত গৌরবের মুহূর্ত যে ৫০ শতাংশের বেশি যোগ্য ভারতীয় করোনা টিকার দুটি ডোজ গিয়েছেন।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/8আপাতত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১,২৭,৬১,৮৩,০৬৫। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
4/8রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সকাল আটটার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮,৮৯৫ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। আগেরদিন যে সংখ্যাটা ছিল ৮,৬০৩। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/8শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ২,৭৯৬। আগেরদিন যা ছিল ৪১৫। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/8এত কেন বাড়ল মৃতের সংখ্যা? সেজন্য দায়ী বিহার। যে রাজ্যে একলাফে মৃতের সংখ্যা ২,৪২৫ বেড়েছে। পুরনো মৃতের সংখ্যা যোগ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
7/8তারইমধ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬,৯১৮ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
8/8আপাতত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,১৫৫। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)