Corona Update: যোগ্য ভারতীয়দের ৫০% পেয়েছেন করোনা টিকার ২ ডোজ, বিহারের জন্য বাড়ল দৈনিক মৃত্যু
Updated: 05 Dec 2021, 11:17 AM ISTযাঁরা করোনাভাইরাস টিকা পাওয়ার যোগ্য (১৮ বছরের ঊর্ধ্বে টিকা দিচ্ছে সরকার), তাঁদের মধ্যে ৫০ শতাংশ মানুষ দুটি ডোজই পেয়ে গিয়েছেন। অর্থাৎ ৫০ শতাংশ যোগ্য ভারতীয়ের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এমনই দাবি করল কেন্দ্র। তারইমধ্যে দেখে নিন ভারতের দৈনন্দিন পরিসংখ্যান -
পরবর্তী ফটো গ্যালারি