গত সোমবার থেকে দেশে করোনাভাইরাস টিকার প্রিকশন ডোজ (বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ) প্রদান করা হচ্ছে।
1/3করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকরী হয়েছে কোভ্যাক্সিনের বুস্টার ডোজ। এমনই দাবি করল ভারত বায়োটেক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/3বুধবার ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছে, কোভ্যাক্সিনের বুস্টার ডোজের ফলে ওমিক্রন এবং ডেল্টার বিরুদ্ধে রোগ প্রতিরোধকারী শক্তি গড়ে ওঠে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/3ভারত বায়োটেক: ১০০ শতাংশ সেরাম স্যাম্পেলে দেখা গিয়েছে যে ডেল্টার বিরুদ্ধে কার্যকরী হয়েছে কোভ্যাক্সিনের বুস্টার ডোজ। ওমিক্রনের ক্ষেত্রে ৯০ শতাংশ স্যাম্পেলের ক্ষেত্রে সেই প্রমাণ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)