Covid-19: লকডাউনের জেরে গ্রামে ফেরার পথে টেম্পোর তলায় পিষ্ট চার শ্রমিক
Updated: 28 Mar 2020, 11:10 AM ISTদেশব্যাপী লকডাউনের ফলে সবচেয়ে বিপাকে দেশের সংগঠিত... more
দেশব্যাপী লকডাউনের ফলে সবচেয়ে বিপাকে দেশের সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকরা। অনেকেই অনিশ্চিয়তা নিয়ে পাড়ি দিয়েছেন নিজেদের ভিটের দিকে। সেরকমই চার শ্রমিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের ভিরারে।শনিবার ভোররাতে একটি টেম্পো এসে আচমকা সাত শ্রমিককে ধাক্কা মারে ভিরারের বারোলি অঞ্চলে মুম্বই-আমদাবাদ হাইওয়ের ওপর। সকাল সাড়ে তিনটের সময় এই দুর্ঘটনা হয়। গুরুতর আহত বাকি তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেম্পোটি পুলিশ আটক করেছে কিন্তু চালক ফেরার।
পরবর্তী ফটো গ্যালারি