Covid-19 সংক্রমণের নতুন ৬টি উপসর্গের কথা ঘোষমা করল আমেরিকার শীর্ষ সরকারি স্বাস্থ্য সংস্থা দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)।
1/12করোনা সংক্রমণের বেশ কয়েকটি উপসর্গের কথা আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য দফতরের তরফে আরও ৬টি নতুন উপসর্গ সেই তালিকায় যোগ করা হয়েছে।
2/12নতুন উপসর্গের মধ্যে রয়েছে প্রবল শীত ভাব।
3/12তবে শীত ভাব উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে কাঁপুনিও করোনা সংক্রমণের ইঙ্গিত, জানিয়েছে CDC।
4/12অন্য একটি নতুন উপসর্গ হল মাংসপেশিতে ব্যথা অনুভব করা।
5/12গলা জ্বালা করতে শুরু করলে তা করোনা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
6/12লাগাতার মাথাব্যথা দেখা দিলে করোনাভাইরাসের উপস্থিতি সন্দেহ করা যেতে পারে।
7/12আচমকা খাওয়ায় অনীহা দেখা দিলে বা গন্ধশক্তি লোপ পেলেও করোনা সংক্রমণের পরীক্ষা করা দরকার।
8/12CDC বিশেষজ্ঞরা এর আগেই জানিয়েছেন বেশ কিছু উপসর্গের কথা, যার মধ্যে অন্যতম জ্বর ও শ্বাসকষ্ট।
9/12হঠাৎ নাগাড়ে কাশি দেখা দিলেও সংক্রমণের সন্দেহ দেখা দিতে পারে।
10/12হাত ও পায়ের আঙুলে নীলচে ভাব দেখা দিলে করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
11/12নাক ও চোখ থেকে অবিরত তরল গড়াতে শুরু করলে করোনা সংক্রমণের লক্ষণ হতে পারে।
12/12এমনই আর এক উপসর্গ বুকে ব্যথা শুরু হওয়া। অনেক ক্ষেত্রে তার জেরে স্ট্রোকও হতে পারে।