Covid-19 update: সংক্রমণের এই নতুন ৬টি লক্ষণের কথা জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

  • Covid-19 সংক্রমণের নতুন ৬টি উপসর্গের কথা ঘোষমা করল আমেরিকার শীর্ষ সরকারি স্বাস্থ্য সংস্থা দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)।
করোনা সংক্রমণের বেশ কয়েকটি উপসর্গের কথা আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য দফতরের তরফে আরও ৬টি নতুন উপসর্গ সেই তালিকায় যোগ করা হয়েছে।
1/12করোনা সংক্রমণের বেশ কয়েকটি উপসর্গের কথা আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য দফতরের তরফে আরও ৬টি নতুন উপসর্গ সেই তালিকায় যোগ করা হয়েছে।
নতুন উপসর্গের মধ্যে রয়েছে প্রবল শীত ভাব।
2/12নতুন উপসর্গের মধ্যে রয়েছে প্রবল শীত ভাব।
তবে শীত ভাব উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে কাঁপুনিও করোনা সংক্রমণের ইঙ্গিত, জানিয়েছে CDC।
3/12তবে শীত ভাব উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে কাঁপুনিও করোনা সংক্রমণের ইঙ্গিত, জানিয়েছে CDC।
অন্য একটি নতুন উপসর্গ হল মাংসপেশিতে ব্যথা অনুভব করা।
4/12অন্য একটি নতুন উপসর্গ হল মাংসপেশিতে ব্যথা অনুভব করা।
গলা জ্বালা করতে শুরু করলে তা করোনা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
5/12গলা জ্বালা করতে শুরু করলে তা করোনা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
লাগাতার মাথাব্যথা দেখা দিলে করোনাভাইরাসের উপস্থিতি সন্দেহ করা যেতে পারে।
6/12লাগাতার মাথাব্যথা দেখা দিলে করোনাভাইরাসের উপস্থিতি সন্দেহ করা যেতে পারে।
আচমকা খাওয়ায় অনীহা দেখা দিলে বা গন্ধশক্তি লোপ পেলেও করোনা সংক্রমণের পরীক্ষা করা দরকার।
7/12আচমকা খাওয়ায় অনীহা দেখা দিলে বা গন্ধশক্তি লোপ পেলেও করোনা সংক্রমণের পরীক্ষা করা দরকার।
CDC বিশেষজ্ঞরা এর আগেই জানিয়েছেন বেশ কিছু উপসর্গের কথা, যার মধ্যে অন্যতম জ্বর ও শ্বাসকষ্ট।
8/12CDC বিশেষজ্ঞরা এর আগেই জানিয়েছেন বেশ কিছু উপসর্গের কথা, যার মধ্যে অন্যতম জ্বর ও শ্বাসকষ্ট।
হঠাৎ নাগাড়ে কাশি দেখা দিলেও সংক্রমণের সন্দেহ দেখা দিতে পারে।
9/12হঠাৎ নাগাড়ে কাশি দেখা দিলেও সংক্রমণের সন্দেহ দেখা দিতে পারে।
হাত ও পায়ের আঙুলে নীলচে ভাব দেখা দিলে করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
10/12হাত ও পায়ের আঙুলে নীলচে ভাব দেখা দিলে করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নাক ও চোখ থেকে অবিরত তরল গড়াতে শুরু করলে করোনা সংক্রমণের লক্ষণ হতে পারে।
11/12নাক ও চোখ থেকে অবিরত তরল গড়াতে শুরু করলে করোনা সংক্রমণের লক্ষণ হতে পারে।
এমনই আর এক উপসর্গ বুকে ব্যথা শুরু হওয়া। অনেক ক্ষেত্রে তার জেরে স্ট্রোকও হতে পারে।
12/12এমনই আর এক উপসর্গ বুকে ব্যথা শুরু হওয়া। অনেক ক্ষেত্রে তার জেরে স্ট্রোকও হতে পারে।
অন্য গ্যালারিগুলি