আগামিকাল (১০ এপ্রিল) দেশের বেসরকারি কেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের শুরু হবে। তার আগে বেসরকারি হাসপাতালের জন্য টিকার দাম কমিয়ে দিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেক।
1/5আগামিকাল (১০ এপ্রিল) দেশের বেসরকারি কেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের শুরু হবে। তার আগে বেসরকারি হাসপাতালের জন্য টিকার দাম কমিয়ে দিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেক। (ছবিটি প্রতীকী)
2/5শুক্রবার সেরামের তরফে জানানো হয়েছিল, টিকাগ্রহীতাদের ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতিটি ডোজের দাম ৬০০ টাকা পড়বে। অর্থাৎ যে প্রাপ্তবয়স্করা (ষাটোর্ধ্ব, প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মী) বেসরকারি কেন্দ্র থেকে টিকা নেবেন, তাঁদের ৬০০ টাকা দিতে হবে। সঙ্গে কর যোগ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5তবে শনিবার সেই দাম কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার সেরামের সিইও আদর পুনাওয়ালা বলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সহকার জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের প্রতিটি ডোজের দাম ৬০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা করেছে।' (ছবিটি প্রতীকী)
5/5ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা বলেন, 'বেসরকারি হাসপাতালের জন্য কোভ্যাক্সিনের প্রতিটি ডোজের দাম ১,২০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)