আজ থেকে দেশের সব প্রাপ্তবয়স্করা ইচ্ছে করলেই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। ওমিক্রন ঢেউয়ের পর ভারতে করোনা সংক্রমণের হারে রেকর্ড পতন লক্ষ্য করা গিয়েছে। তবে এরই মাঝে চিন্তা বাড়াচ্ছে অতি সংক্রামক ‘XE’ ভ্যারিয়েন্ট। এই আবহে আজ থেকে সব প্রাপ্তবয়স্করাই বেসরকারি টিকা কেন্দ্রে গিয়ে টিকার তৃতীয় ডোজ নিতে পারবেন।
1/5দ্বিতীয় টিকার ৯ মাস পার হলে তবেই মিলবে করোনা টিকার বুস্টার ডোজ। সকল প্রাপ্তবয়স্করাই বুস্টার ডোজ পাবেন। প্রবীণ নাগরিক এবং ফ্রন্টলাইন যোদ্ধারা এখনও সরকারের তরফে বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। ১৮ থেকে ৬০ বছর বয়সিরা বেসরকারি হাসপাতালে দাম দিয়ে বুস্টার ডোজ কিনতে পারবেন। (ছবিটি প্রতীকী)
2/5বেসরকারি টিকাদান কেন্দ্রগুলি কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় শট দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ চাইতে পারে টিকা প্রাপকের কাছ থেকে। অর্থাৎ টিকার প্রতিটি ডোজের যা দাম, তার থেকে সর্বাধিক ১৫০ টাকা বেশি টাকা নিতে পারবে বেসরকারি টিকাকেন্দ্রগুলি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
3/5প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন, সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি বুস্টার ডোজ নিতে গেলে কোভিশিল্ডই পাবেন। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজ্য। (ছবি়টি প্রতীকী)
4/5এদিকে বুস্টার নিতে হলে নতুন করে রেজিস্টার করতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পাবেন, তাঁদের নাম ইতিমধ্যে কোউইন পোর্টালে আছে। তাই নতুন করে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে না। (ছবি়টি প্রতীকী)
5/5সেরাম ইনস্টিটিউটের তরফে প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৬০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা করা হয়েছে। এদিকে ভারত বায়োটেকের তরফেও কোভ্যাক্সিনের প্রতি ডোজের দাম ১২০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা করা হয়েছে। এর অর্থ, বেসরকারি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ নিতে গেলে আপনার সর্বোচ্চ ৩৭৫ টাকা খরচ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)