বিশ্বস্বাস্থ্য সংস্থার আপৎকালীন বিভাগের ডিরেক্টর মাইকেল রায়ান বলেন,' আমি মনে করি আমরা সেই সমেয়র দিকে আসছি যেখানে আমরা কোভিড -১৯ কে দেখতে পারি যেভাবে আমরা কোনও মরশুমি ইনফ্লুয়েঞ্জাকে দেখি'।
1/4ঠিক যেমনটা মরশুমি ফ্লু নিয়ে সকলে ভয় পান, তেমনই এই বছর থেকে ওই মরশুমি ফ্লুয়ের মতোই রূপ নেবে কোভিড। এমনই বার্তা দিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার আপৎকালীন বিভাগের ডিরেক্টর। প্রসঙ্গত, সদ্য করোনা কোন পশু থেকে ছড়িয়েছে, তা নিয়ে একটি রিপোর্ট উঠে এসেছে। সেখানে নাম উঠেছে রাকুন কুকুরের। (Stock Pic)
2/4বিশ্বস্বাস্থ্য সংস্থার আপৎকালীন বিভাগের ডিরেক্টর মাইকেল রায়ান বলেন,'আমি মনে করি আমরা সেই সমেয়র দিকে আসছি যেখানে আমরা কোভিড -১৯ কে দেখতে পারি যেভাবে আমরা কোনও মরশুমি ইনফ্লুয়েঞ্জাকে দেখি'। ফলে মনে করা হচ্ছে, এবার থেকে কোভিড আর আগের মতো সেভাবে গোটা সমাজকে এক নিমেষে দুমড়ে মুচড়ে দেবে না। তবে প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা তার থাকবে।
3/4এই বছর থেকে কোভিড কোন আকার নিতে চলেছে, তার জবাবে একথা বলেন মাইকেল রায়ান। উল্লেখ্য, করোনা ঘিরে প্রথমেই যে প্রশ্ন উঠে আসে, তা হল , কোভিড কোন জায়গা থেকে ছড়িয়েছে। সদ্য তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। সেখানে বলা হয়েছে, হুনান মার্কেটে ভাইরাসে আক্রান্ত কোনও প্রাণির মাংস থেকে ছড়িয়েছে এই রোগ।
4/4কতটা ভয়ানক থাকবে এই বছরে কোভিড? মাইকেল রায়ান বলছেন, ‘এটি এমন ভাইরাস হবে যা হত্যা করতে থাকবে, কিন্তু এমন ভাইরাস যা আমাদের সমাজকে ব্যাহত করবে না’। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া এই বার্তা থেকেই স্পষ্ট যে কোভিড সমাজের জন্য সেভাবে ভয়ঙ্কর দানবীয় রূপে ফের একবার সম্ভবত উঠে আসবে না।