গবেষণা বলছে, ৬৫ বছর বা তার উর্ধ্বে থাকা ব্যক্তিদের... more
গবেষণা বলছে, ৬৫ বছর বা তার উর্ধ্বে থাকা ব্যক্তিদের কোভিডের ক্ষেত্রে অ্যালজাইমার বা স্মৃতিবিলুপ্তির মতো রোগ জাঁকিয়ে বসার সম্ভাবনা থাকছে। গবেষণা বলছে, কোভিড হওয়ার পর থেকে এক বছরের মধ্যে বয়স্কদের অ্যালজাইমার হওয়ার প্রবণতা দ্বিগুণ হয়েছে।
1/5কোভিডের প্রভাব কীভাবে স্বাস্থ্যগত দিক থেকে আতঙ্কিত করে তুলছে মানব সমাজকে তার সম্পর্কে সকলেই অবগত। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে কোভিড সারিয়ে রোগী সুস্থ হলেও, তার পর পরই আরও একটি ভয়ানক অসুস্থতা অনেকের শরীরেই দানা বাঁধছে। এবার জার্নাল অফ অ্যালজাইমার ডিজিজ বলছে, কোভিডের প্রভাবে নিঃসাড়ে বয়স্কদের মধ্যে স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভাবনা বাড়ছে। (ছবি সৌজন্য এপি)
2/5ওই জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, ৬৫ বছর বা তার উর্ধ্বে থাকা ব্যক্তিদের কোভিডের ক্ষেত্রে অ্যালজাইমার বা স্মৃতিবিলুপ্তির মতো রোগ জাঁকিয়ে বসার সম্ভাবনা থাকছে। গবেষণা বলছে, কোভিড হওয়ার পর থেকে এক বছরের মধ্যে বয়স্কদের অ্যালজাইমার হওয়ার প্রবণতা দ্বিগুণ হয়েছে। প্রতীকী ছবি (Photo by Sunil Ghosh / Hindustan Times)
3/5সবচেয়ে বেশি ঝুঁকি কাদের- সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ৮৫ বছর বয়সী মহিলাদের মধ্যে। তবে গবেষণা বলছে, কোভিড হওয়ার পর এই রোগের প্রবণতা বাড়ছে। কিন্তু এটা থেকে এরকম বলা যায় না যে, কোভিডই এই রোগকে উস্কানি দিচ্ছে। প্রতীকী ছবি (Photo by Sunil Ghosh / Hindustan Times)
4/5গবেষণায় কী উঠে এসেছে- দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি ২০২০ থেকে মে মাসের ২০২১ সালের মধ্যে ৬৫ বছর বয়সী ও তাঁদের উর্ধ্বের বয়স্ক ৬.২ মিলিয়ন নাগরিককে নিয়ে আমেরিকায় একটি সমীক্ষা করা হয়। যাঁদের কারোর আগে অ্যালজাইমার ছিল না। তাঁদের মধ্যে ভাগ করে নেওয়া হয় দুটি গ্রুপে। যাঁদের একাংশের কোভিড হয়েছে, আর আরেকাংশের হয়নি। সেখানেই দেখা যায় যে কোভিডের পর অ্যালজাইমারের ঝুঁকি ৬৫ বছরের উর্ধ্বের মানুষদের থেকে যাচ্ছে।(প্রতীকী ছবি।) (Photo by Sunil Ghosh / Hindustan Times)
5/5আরও গবেষণার ফল- এর আগে, আরও একটি গবেষণা বলছে যে, কোভিড থেকে বেড়ে যাচ্ছে, ডিমেনশিয়ার সমস্যাও। যাঁদের কোভিড একবার হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে কোভিডের পর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা। (প্রতীকী ছবি) (Photo by Sunil Ghosh / Hindustan Times)