এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ১০টির মধ্যে ২ ... more
এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ১০টির মধ্যে ২ টি পরিবারে গত ৬ মাসে শ্বাসকষ্টজনিত কোভিডের সমস্যা দেখা যেতে শুরু করছে। এই সমীক্ষা বলছে, কোভিড হওয়ার পর ৪৫ শতাংশ কেসে ফের একবার শ্বাসকষ্টজনিত সংক্রমণের ভয় দেখা গিয়েছে।
1/7দেশে ফের একবার গতিতে এগোচ্ছে কোভিডের সংক্রমণ। হু হু করে বেড়ে যাচ্ছে দেশে কোভিড কেসের সংখ্যা। এমন পরিস্থিতিতে বারবার কোভিডে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়তে শুরু করেছে। বিষয়টি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।ফাইল ছবি : পিটিআই
2/7এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ১০টির মধ্যে ২ টি পরিবারে গত ৬ মাসে শ্বাসকষ্টজনিত কোভিডের সমস্যা দেখা যেতে শুরু করছে। এই সমীক্ষা বলছে, কোভিড হওয়ার পর ৪৫ শতাংশ কেসে ফের একবার শ্বাসকষ্টজনিত সংক্রমণের ভয় দেখা গিয়েছে। 'লোকাল সার্কেল' নামের একটি সংস্থা এই তথ্য তুলে ধরেছে।
3/7বর্তমানে দেশে বেশ কয়েকটি রাজ্যে হু হু করে কোভিড কেস বেড়ে যাওয়ার সমস্যা দেখা যেতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ, গুজরাত, গোটা, কেরল, কর্ণাটক, তেলাঙ্গানা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ফের কোভিড ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু উদ্বেগজনক তথ্য।
4/7সমীক্ষায় দেখা গিয়েছে, ১৮ শতাংশ নাগরিকের বাড়িতে কারোর না কারোর দ্বিতীয়বার কোভিড হচ্ছে। গত ৬ মাসে এমনই তথ্য দেখা গিয়েছে। দেশে যাঁদের বারবার কোভিড আক্রমণ হচ্ছে তাঁদের দেহে ওমিক্রনের চিহ্ন রয়েছে। ৪৬ শতাংশের দ্বিতীয়বার সংক্রমণ ভয়াবহ হতে শুরু করেছে।(REUTERS/Aly Song)
5/7গত ৬ মাসে যাঁদের করোনা হয়েছে তাঁদের মধ্যে ৪৫ শতাংশের ফের একবার করোনায় সংক্রমিত হওয়ার ঘটনা রয়েছে। প্রথমবারের থেকে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হলে তা গুরুতর হচ্ছে।
6/7গরমের ছুটিতে বেড়ানোর সময়টি ধরে সমীক্ষায় দেখা গিয়েছে, যে সময় বেড়ানো বেশি হচ্ছে সেই সময়ই বাড়ছে কোভিড। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7কোভিড ফের একবার শরীরে দানা বাঁধলে তা বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। যা হয়ে উঠছে ভয়াবহ। তবে কোভিডে ফের একবার সংক্রমিত হলেও সংক্রমণ থাকছে ৮ দিনের মতো। এই সময়ই খুবই সাবধানে থাকা প্রয়োজন। প্রতীকী ছবি : রয়টার্স