Covid Rules as Schools Reopen: গরমের ছুটির পর আজ থেকে খুলে গেল স্কুল। মাঝে করোনা নিয়ে মানুষের মধ্য চরম ঢিলেমি লক্ষ্য করা গয়িছিল। তবে ফের একবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দেশের দৈনিক সংক্রমণ। এরই মাঝে আজ থেকে স্কুলে বসে ক্লাস করবেন পড়ুয়ারা। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পড়ুয়াদের মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন।
1/4স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে ছাত্রছাত্রী, সবাইকে নিতে হবে কোভিড টিকা। স্কুলে ঢুকতে সবাইকে পরতে হবে মাস্ক। স্কুলে থাকাকালীন মাস্ক লাগিয়ে রাখতে হবে সবাইকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সবাইকে হাত পরিষ্কার রাখতে হবে যাতে সংক্রমণ ছড়ানোর ভয় দূর হয়। এর জন্য স্কুল কর্তৃপক্ষকেও স্যানিটাজারের ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারের তরফে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/4স্কুল খোলার আগে গোটা স্কুল চত্বরকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এদিকে ক্লাসে পঠনপাঠন থেকে শুরু করে স্কুলের সমস্ত কাজ করতে হবে সামাজিক দূরত্ববিধি মেনে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
4/4বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে যাতে পড়ুয়ারা আক্রান্ত হয়ে না পড়েন, সেদিকে খেয়াল রেখে গোটা স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মিড-ডে মিলের বিষয়েও সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)