রুশ টিকা স্পুটনিক। গত বছর ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পরে এটি অনুমোদন পেয়েছিল।
1/5স্পুটনিক লাইটকে বুস্টার ডোজ হিসাবে ব্যবহারের অনুমতি দিল কেন্দ্র সরকার। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/5রবিবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, 'ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য একটি ডোজের করোনাভাইরাস টিকা স্পুটনিক লাইটকে অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
3/5এর ফলে দেশের প্রায় ৬ লক্ষ ৫০নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক এমনটা জানিয়েছেন। তাঁর কথায়, অফিসিয়াল ঘোষণা হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5রুশ টিকা স্পুটনিক। গত বছর ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পরে এটি অনুমোদন পেয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5ভারতে ডঃ রেড্ডিজ ল্যাবরেটরিজ, এর বিপণন এবং বিতরণ করছে। ইতিমধ্যেই তারা উত্পাদনকারী, হাসপাতাল এবং সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। ফাইল ছবি: রয়টার্স