1/5সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো পোস্ট শেয়ার হচ্ছে। তাতে ইজরায়েলে 'ফ্লুরোনা' নামের নতুন সংক্রমণের কথা বলা হচ্ছে। ছবি : ফেসবুক (PTI)
2/5এমনকি কিছু পোর্টালেও এটির ব্যাখ্যা করা হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট হিসাবে। ছবি : ফেসবুক (PTI)
3/5তবে, বিশেষজ্ঞরা বলছেন এটি ভিত্তিহীন। এটা কোনও আলাদা রোগ-সংক্রমণ বা ভেরিয়েন্ট নয়। তবে এই নাম আসছে কেন? বিশেষজ্ঞরা জানান, এমনটা হতেই পারে, যে কারও করোনাও হল, আবার ওই একই সময়ে ফ্লু হল। এটা খুবই সাধারণ ব্যাপার। কারও একইসঙ্গে দুটি আলাদা সংক্রমণ হতেই পারে। সেই হিসাবেই একই সময়ে কোভিড-১৯ এবং Flu-তে আক্রান্ত কেসকে শর্টে ‘ফ্লুরোনা’ বলা হচ্ছে। এটি কোনও আলাদা রোগ বা ভাইরাস নয়।ফাইল ছবি(এডিটেড): পিটিআই (PTI)
4/5'ফ্লুরোনার মতো নাম, খুব বিভ্রান্তিকর,' ইয়েল স্কুল অফ মেডিসিনের ইমিউনোলজিস্ট ডঃ এলেন ফক্সম্যান এনবিসি নিউজকে এমনটাই বলেন। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5তাঁর কথায়, এগুলো শুনে সাধারণ মানুষ ভাবে, দুটি ভাইরাস কোনওভাবে একটিতে মিশে গিয়েছে। বাস্তবে মোটেই এমনটা নয়। 'ফ্লুরোনার' দাবি খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও(WHO)। ফাইল ছবি : রয়টার্স (PTI)