T20 League- নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ক্যারিবিয়ান ডেরায় খেলবে KKR-CSK?
Updated: 07 Oct 2024, 05:05 PM IST Moinak Mitra 07 Oct 2024 cpl, carribean premier league, west indies, ipl, legends league cricket, cricket west indies, wi, guyana amazon warriors, kkr, trinbago knight riders vs barbados royals, hampshire, ওয়েস্ট ইন্ডিজ, আইপিএল, কেকেআর, গায়ানা, উইন্ডিজ, ক্রিকেটার, টি২০, সিপিএল, ক্যারিবিয়ান, প্রিমিয়র লিগ, হ্যাম্পশায়ার, কলকাতা নাইট রাইডার্সক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্ট বোর্ড। নভেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতায় পুরস্কার মুল্য রাখা হয়েছে ১মিলিয়ন ডলার। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।
পরবর্তী ফটো গ্যালারি