মৃত্যু হয়েছিল সিআরপিএফ জওয়ানের। তাঁর বোনের বিয়ে... more
মৃত্যু হয়েছিল সিআরপিএফ জওয়ানের। তাঁর বোনের বিয়েতে এলেন তাঁর সহকর্মীরা।
1/4চিন্তা করো না, তোমার এই দাদারা সবসময়ে পাশে থাকবে। শহিদ সহকর্মীর বোনের বিয়েতে এসে এই বার্তাই দিলেন সিআরপিএফ জওয়ানরা। অনুষ্ঠানের সময়ের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি : সিআরপিএফ (CRPF)
2/4CRPF-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ছবিগুলি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে এর পিছনের ঘটনা ব্যাখ্যা করা হয়েছে। 'দাদা হিসেবে, CRPF কর্মীরা সিটি শৈলেন্দ্র প্রতাপ সিংয়ের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 110 Bn #CRPF-এর Ct শৈলেন্দ্র প্রতাপ সিং ২০২০ সালের ৫ অক্টোবর পুলওয়ামায় সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার সময়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন,' #GoneButNotForgotten হ্যাশট্যাগের সঙ্গে লিখেছে সিআরপিএফ। ছবি : সিআরপিএফ (CRPF)
3/4কাশ্মীর অপস সেক্টর সিআরপিএফ-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ছবি : সিআরপিএফ (CRPF)
4/4ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন জওয়ানের সঙ্গে তাঁর পরিবারও কতটা আত্মত্যাগের মধ্য দিয়ে যান, তা আরও বেশি করে উঠে এসেছে এই ছবিতে। সিআরপিএফ জওয়ানদের এই মানবিক দিকের প্রশংসা করেছেন নেটিজেনরা। ছবি : সিআরপিএফ (CRPF)