4/6তারইমধ্যে সকলের নজর কেড়েছেন রাহানে। যিনি সম্প্রতি বেশ খারাপ ফর্মে আছেন। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন। কেকেআরের অনুশীলন ম্যাচেও রান পাননি। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
5/6শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার। (ছবি সৌজন্যে আইপিএল)
6/6শ্রেয়স বলেন, 'আমি অত্যন্ত উত্তেজিত। কেকেআর জার্সি পরতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। এই পিচটা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত। কিন্তু পরের দিকে শিশির পড়বে। সেজন্য আমরা বোলিং করছি।' (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)