মইন আলি রানআউট হতেই ক্রিজে আসেন শিবম দুবে। আর তার পর থেকেই শুরু হয় শিবম-রবিন উত্থাপ্পা তাণ্ডব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের উড়িয়ে তৃতীয় উইকেটে রেকর্ড গড়ে ফেলেন এই জুটি।
1/5উত্থাপ্পা এবং শিবম মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৬৫ রান। মাত্র ৭৩ বলে এই পার্টনারশিপ গড়েন উত্থাপ্পা-শিবম। যার সৌজন্যে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয় ২১৬ রানে।
2/5তৃতীয় উইকেটে বা তার নীচে জুটিতে ব্যাট করে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়লেন উত্থাপ্পা এবং শিবম। আইপিএলের ইতিহাসে এত রানের পার্টনারশিপ তৃতীয় উইকেটে বা নীচে জুটিতে কখনও হয়নি।
3/5এর আগে এই নজির ছিল ক্যামেরন হোয়াইট এবং কুমার সাঙ্গাকারার। তাঁরা ২০১২ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে ১৫৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এটাই ছিল এত দিন রেকর্ড।
4/5রবিন উত্থাপ্পা আরসিবি-র বিরুদ্ধে ৫০ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উত্থাপ্পা।
5/5৪৬ বলে অপরাজিত ৯৫ করেন শিবম দুবে। নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস করে ২১৬ রান। যা এ বার আইপিএলে কোনও দলের করা সর্বোচ্চ রান।