কমনওয়েলথ গেমসের ম্যাচ কেন্দ্রগুলিতে দর্শকদের জন্য কী কী সুযোগ সুবিধা থাকছে, দেখে নিন একনজরে।
1/6বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রতিটি কেন্দ্রে খাদ্য ও পানীয়ের স্টল থাকছে। পাওয়া যাবে অ্যালকোহলও। তবে তার জন্য নিজের পকেট থেকে চোকাতে হবে মূল্য।
2/6খেলা দেখতে এলে সঙ্গে করে জলের বোতল নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে আয়োজকদের তরফে। কেননা বিনা পয়সায় জল ভরে নেওয়ার ব্যবস্থা থাকছে প্রতিটি কেন্দ্রে।
3/6প্রতিটি ম্যাচ কেন্দ্রে থাকছে ইনফরমেশন সেন্টার। শিশুদের জন্য নাম-ঠিকানা লেখা রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হবে এই ইনফরমেশন সেন্টার থেকেই। ভাড়ায় পাওয়া যাবে ধারাভাষ্য শোনার ডিভাইস। চহুইল চেয়ার চার্জ করার পয়েন্টও থাকছে প্রতিটি ম্যাচ কেন্দ্রে।
4/6প্রতিটি কেন্দ্রে অফিসিয়াল মার্চেন্ডাইজ পাওয়া যাবে। নগদ টাকায় অথবা কার্ড ব্যবহার করে কেনা যাবে টুপি, জার্সি, রিস্ট ব্যান্ড, জুতো। আগে থেকেই অনলাইনে বুক করা যাবে সামগ্রি।
5/6ফ্যামিলি রেস্ট এরিয়া থাকছে প্রতিটি কেন্দ্রে। কফি টেবিল, শিশুদের খাওয়ানোর জায়গা ও প্রথমিক চিকিৎসার কেন্দ্রও উল্লেখ করা থাকছে ম্যাচ কেন্দ্রগুলির ম্যাপে।
6/6কোনও সামগ্রি খোয়া গেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তা নথিভুক্ত করা যাবে। কোনও সামগ্রি খুঁজে পেলে তা জমা দেওয়ার জন্যও নির্দিষ্ট কাউন্টার থাকছে।