ঘূর্ণিঝড় অশনির জেরে পশ্চিমবঙ্গে বিপদের কোনও সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ (বুধবার) রাজ্যের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকিগুলি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
1/8ঘূর্ণিঝড় অশনির তেমন কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। বুধবার (১১ মে) এবং বৃহস্পতিবার (১২ মে) দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবি সৌজন্যে এএফপি)
2/8আবহাওয়া অফিস: আজ (বুধবার) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। তবে লাগাতার বর্ষণ হবে না। (ছবি সৌজন্যে এএফপি)
3/8শুক্রবার (১৩ মে) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে জানানো হয়েছে, অশনির প্রভাবে পশ্চিমবঙ্গে কোনও বিপদের সম্ভাবনা নেই। (ছবি সৌজন্যে পিটিআই)
4/8অন্যদিকে, আগামিকাল (১২ মে) থেকে আগামী শনিবার (১৪ মে) পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/8মঙ্গলবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় উত্তরবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে দখিনা বাতাস ঢুকছে। তার প্রভাবেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/8বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে। বাকি তিন জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
7/8শুক্রবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি পাঁচ জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
8/8শনিবার উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি: শুক্রবারের মতো শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বেশি হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। বাকি পাঁচ জেলার দু'একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)