Cyclone Asani: আগে মনে করা হয়েছিল উপকূলের বেশ কিছুটা দূর দিয়েই চলে যাবে ঘূর্ণিঝড় অশনি। তবে যত সময় যাচ্ছে তত গতিপথ বদল করছে অশনি। এই আবহে আইএমডি-র প্রকাশিক শেষ তথ্য অনুযায়ী, পূর্বের অনুমানকে ভুল প্রমাণিত করে উপকূলের আরও অনেকটাই কাছে দিয়ে যাবে প্রবল ঘূর্ণিঝড় অশনি।
1/4আইএমডি-র তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনমের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অশনি। (ছবি টুইটার - IMD) (HT_PRINT)
2/4মৌসম ভবনের পূর্বাভাস, ১১ তারিখ সকালে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের কাকিনাড়া ও বিশাখাপত্তনমের খুবই কাছে চলে যাবে। এরপর এটি উপকূল ধরে উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে। (HT_PRINT)
3/4ক্রমেই এই প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তীতে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (HT_PRINT)
4/4উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাই লাল সতর্কতা জারি কার হয়েছে। গোটা ওড়িশায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী ১৩ মে পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাসস রয়েছে। (HT_PRINT)