Cyclone Mandous effect on West Bengal: বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপর কতটা পড়বে, পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা, তাপমাত্রার উপর কোনও প্রভাব পড়বে কিনা, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কী জানিয়েছে আবহাওয়া দফতর, তা দেখে নিন -
1/5বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হতে চলেছে, তাতে কি ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ? তেমন কি কোনও শঙ্কা আছে? আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে জানিয়ে দিল, সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্দৌসের তেমন কোনও প্রভাবই পড়বে না পশ্চিমবঙ্গে। শুধু কিছুটা শীতের প্রকোপ কমবে। তাপমাত্রা কয়েকদিন সামান্য বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
2/5আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কারণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। যা ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। উপকূলের দিকে এগিয়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ মেঘলা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
3/5তাপমাত্রার কীরকম হেরফের হবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রারও তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আপাতত যেমন তাপমাত্রা আছে, তেমনই থাকবে। অর্থাৎ যেমন ঠান্ডা আছে, সেরকমই থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। আপাতত যা তাপমাত্রা আছে, সেটার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যতদিন ওই 'সিস্টেম' থাকবে ততদিন তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
4/5ভারতীয় মৌসম ভবনের বুলেটিন (রাত ১ টা ৪৫ মিনিট) অনুযায়ী, মঙ্গলবার ১১ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। শেষ ছ'ঘণ্টায় তা ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শ্রীলঙ্কার ত্রিনকমলির পূর্বে ৬৪০ কিমি, শ্রীলঙ্কার জাফনার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৭৮০ কিমি, কড়াইকালের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৮৪০ কিমি এবং চেন্নাইয়ের দক্ষিণ-পূর্বে ৯০০ কিমি দূরে অবস্থান করছে ওই গভীর নিম্নচাপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওই গভীর নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হবে। তারপর বৃহস্পতিবার সকালে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল লাগোয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে। পরবর্তী আগামী ৪৮ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিমে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)