বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। যা সম্ভবত ঘূর্ণিঝড় ‘মোখা’-য় পরিণত হবে বলে মনে করছে ভারতীয় মৌসম ভবন। সেই পরিস্থিতিতে আগামী পাঁচদিন (১০ মে পর্যন্ত) পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তা দেখে নিন -
1/5ভারতীয় মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ‘ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা ক্রমশ উত্তর অভিমুখে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে থাকবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5পশ্চিমবঙ্গে আপাতত ঘূর্ণাবর্ত বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না। আগামী ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তার প্রভাবে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে না। উলটে আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের দুটি জেলায় (দার্জিলিং এবং কালিম্পং) বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কোনও পূর্বাভাস নেই। ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5দিঘা বা পুরী কি তছনছ হয়ে যাবে? সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে যে ঘূর্ণিঝড়ের 'মোখা'-র জেরে দিঘা এবং পুরী তছনছ হয়ে যাবে। তবে ভারতীয় মৌসম ভবনের তরফে আপাতত সেরকম কিছু জানানো হয়নি। নিম্নচাপ তৈরি হলে তবেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ, গতিবেগ, প্রাবল্যের মতো তথ্য দেওয়া যাবে। আপাতত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)