অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তাণ্ডব চালাবে ‘মোখা’। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার যখন উপকূল পার করবে ‘মোখা’, তখন সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক আপডেট কী দিল মৌসম ভবন, তা দেখে নিন -
1/5প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল 'মোখা'। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ বিকেল ৫ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে (শেষ ছ'ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে)। যা পোর্টব্লেয়ারের পশ্চিমে ৫২০ কিলোমিটার, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১,১০০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১,০২০ কিমি দূরে অবস্থান করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও উত্তর দিকে অগ্রসর হবে। আরও শক্তিশালী হয়ে শুক্রবারের সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোখা'। তারপর ক্রমশ বাঁক খেয়ে আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। সেইসময় আরও শক্তিশালী হবে 'মোখা'। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার (১৪ মে) দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কক্সবাজার এবং কেয়াকফিউয়ের মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল পার করবে ‘মোখা’। তবে মায়ানমারের সিটওয়ের কাছ দিয়ে ওই ঘূর্ণিঝড় পার করবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5‘মোখা’-র গতিবেগ কত থাকবে? ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে যখন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল পার করবে ‘মোখা', তখন ঘণ্টায় ১৫০-১৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৭৫ কিমিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5তবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘মোখা’-র প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, খুব সামান্য বৃষ্টি হবে। ঝড়ের কোনও পূর্বাভাস নেই। শুধুমাত্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)