শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে মোখা। সেই আভাস দিয়েছে হাওয়া অফিস। এই আবহে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি আজ আরও সুদূর প্রসরিত হল এবং শক্তি বাড়াল। এই সিস্টেমটি আজ বিকেল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিকে আইএমডি প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ের গতিপথের আভাস দিলেও তা এখনও নিশ্চিত নয়।
1/5প্রসঙ্গত, সোমবারই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আজ তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই মতো আজ সকালেই নিম্নচাপটি শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী কয়েকদিনেই এই ঘূর্ণিঝড় 'সিভিয়ার স্টর্ম' বা শক্তিশালী ঝড়ে পরিণত হবে। সেই সময় এই ঝড়ের গতি ঘণ্টায় ১৩০ কিমি হতে পারে।
2/5আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি। এরপরই জানা যাবে যে ঠিক কোথায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। আগামী ১২ তারিখ এই সিস্টেমটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে, আগামিকাল, ১০ মে এই সিস্টেমটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হবে।
3/5প্রাথমিক ভাবে আইএমডি জানিয়েছে, ১২ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম বা কক্স'স বাজার) এবং মায়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। আপাতত এই সিস্টেমের জেরে প্রবল বর্ষণ হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী কয়েকদিন তা জারি থাকবে। ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
4/5 বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থান করছে নিম্নচাপটি। আগামীতে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর বাঁকা নিয়ে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে ছুটবে। বর্তমানে এই নিম্নচাপের ফলে কালো মেঘের রেখা বিরাজ করছে দক্ষিণী রাজ্যগুলির ওপরে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্র, তেলাঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটকে এর জেরে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আন্দামান ও ভারতের পূর্ব উপকূলের কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ১৪ মিটার হতে পারে।
5/5আইএমডি জানিয়েছে, ঠিক কোথায়, কখন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং সেই সময় এর গতি কত থাকবে, সেই বিষয়ে নিশ্চিত করে জানানো যেতে পারে যাবে আরও সকালে। গভীর নিম্নচাপ সৃষ্টি হতে এই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘূর্ণিঝড় যে ক্রমেই শক্তি বাড়াবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত আবহাওয়াবিদরা।