বাংলা নিউজ > ছবিঘর > Cyclone Mocha Late night Update by IMD: গভীর নিম্নচাপের অবস্থান এখন কোথায়? ঘূর্ণিঝড় মোখা নিয়ে গভীর রাতে নয়া আপডেট IMD-র

Cyclone Mocha Late night Update by IMD: গভীর নিম্নচাপের অবস্থান এখন কোথায়? ঘূর্ণিঝড় মোখা নিয়ে গভীর রাতে নয়া আপডেট IMD-র

গতকাল বিকেলেই বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই আবহে গতকাল প্রায় মধ্যরাতে একটি টুইট করে এই সিস্টেমটার সর্বশেষ আপডেট জানায় আইএমডি। হাওয়া অফিস ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের গতিপথ জানিয়েছে। এবার এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়েও জানাল আইএমডি।