উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। সেই পরিস্থিতিতে শনিবার রাতে ভারতেও লাল সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। ভারতের কোথায় লাল সতর্কতা জারি হল, কী কী সতর্কতা জারি করা হল, তা দেখে নিন -
1/5যত সময় যাচ্ছে, তত গতি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আপাতত পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর সেই অতি প্রবল ঘূর্ণিঝড় অবস্থান করছে। শেষ ছ'ঘণ্টায় সেই ঘূর্ণিঝড় ২২ কিমি বেগে এগিয়েছে। ভারতের পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৬৬০ কিমি, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৫০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৬০ কিমি দূরে অবস্থান করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এবার উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে মোখা। তারপর রবিবার দুপুর নাগাদ কক্সবাজার ও মায়ানমারের কেয়াকফিউয়ের মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল পার করবে। যা সিটওয়ের নিকটবর্তী এলাকা দিয়ে যাবে। সেইসময় ঘণ্টায় ১৮০-১৯০ কিমি বেগে ঝড় হবে। কখনও কখনও হাওয়ার বেগ ঘণ্টায় ২১০ কিমিতে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5ঝোড়ো হাওয়ার সতর্কতা: রবিবার দুপুর পর্যন্ত উত্তর আন্দামান সাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৬৫ কিমিতে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5রবিবার (১৪ মে) সকাল পর্যন্ত উত্তাল থাকবে উত্তর আন্দামান সাগর। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। জারি করা হয়েছে লাল সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/5তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কার্যত কোনও প্রভাব পড়বে না। শুধুমাত্র উপকূলবর্তী তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের উপকূল থেকে মোখা এতটাই দূরে আছে যে সেই ঘূর্ণিঝড়ের কার্যত কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহবিদরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)