বর্ষা পরবর্তী প্রথম ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গো... more
বর্ষা পরবর্তী প্রথম ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়টির নাম সিত্রাং হবে। অক্টোবরের ২৪ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ঘূর্ণিঝড় বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তা আনন্দ কুমার দাস। ২০১৮ সালের পর এই প্রথম অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে।
1/7আইএমডি জানিয়েছে, সোমবার থেকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে এবং এর প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা গড়ে উঠতে পারে।
2/7আইএমডি কর্তা আনন্দ কুমার দাস জানান, এই নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২২ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২৪ অক্টোবর নাগাদ। (ফাইল ছবি)
3/7বুধবার সকালে পাওয়া শেষ খবর অনুযায়ী, আবহাওয়া মডেল অনুসারে, ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা বরাবর অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে এই ঘূর্ণিঝড়। (ছবি সৌজন্য পিটিআই)
4/7যদিও আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে এই নিম্নচাপ ঝড়ে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। তবে সিস্টেমের তীব্রতা বা গতিপথ সম্পর্কে কোনও ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় এখনই। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/7এই আবহে ২১ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এবং অভ্যন্তরীণ কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, কারাইকাল, পুদুচেরি এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডি। (ছবি সৌজন্যে পিটিআই)
6/7আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদর্ভ, ছত্তিশগড়, অভ্যন্তরীণ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অভ্যন্তরীণ ওড়িশার কিছু অংশ এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7এদিকে আগামী তিন দিনের মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এই সময়। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)