ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তো ছিলই। সেই ক্ষত আরও বাড়াল ভরা কোটাল। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল পূর্ব মেদিনীপুর ও দুই পরগনার উপকূলবর্তী এলাকা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নবান্নে সাংবাদিক বৈঠকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি, দেখে নিন -
5/7ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের ফলে রাজ্যে এক কোটির মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7জল ঢুকে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জায়গায় অসংখ্য গ্রামে বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে। তার জেরে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম। (ছবি সৌজন্য পিটিআই)
7/7মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার একজনের মৃত্যু হয়েছে। তিনি ত্রাণ শিবিরে এসে গিয়েছিলেন। তারপর জাল ফেলতে গিয়েছিলেন। সেখানে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে। এটা অ্যাক্সিডেন্টাল (দুর্ঘটনাবশত) মৃত্যু। (ছবি সৌজন্য এএনআই)