পশ্চিমবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমে গিয়েছে। শনিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকার কথা দক্ষিণবঙ্গে। তবে এরই মাঝে অশনি সঙ্কেত বাজছে সাগরে। ঘনিয়ে আসছে দুর্যোগ। ঘূর্ণিঝড় মোখা নিয়ে তাই আগেভাগেই তৎপরতা শুরু হয়েছে। এদিকে আজই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর তার জেরে হবে ভারী বৃষ্টিপাত।
1/5আজ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আগামিকাল, ৭ মে, রবিবার এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। পরশু, সোমবার, ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। সেদিন এই সিস্টেমটা উত্তরের দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। এরপর মঙ্গলবার, ৯ মে, এই গভীর নিম্নতাপ মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। হাওয়া অফিস জানিয়েছে, সিস্টেমটি নিম্নচাপে পরিণত হলে এর গতিপথের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। (HT_PRINT)
2/5এদিকে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে। রবিবার ও সোমবার সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে। সেই দুই দিন তুমুল বৃষ্টি হতে পারে আন্দামানে। এদিকে আগামী ৫ দিনের জন্য মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৌসম ভবন। (HT_PRINT)
3/5রবিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিমিতে পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। এরপর সোমবার, ৮ মে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝড় উঠতে পারে। (HT_PRINT)
4/5৯ তারিখ, মঙ্গলবার ঘূর্ণিঝড় মোখা তৈরি হতে পারে। এই আবহে আবহাওয়া আরও কিছুটা খারাপ হবে। এদিনও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝড় উঠতে পারে। দমকা হাওয়ার বেগ মাঝে মধ্যে ৭০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। (HT_PRINT)
5/5এদিকে পশ্চিমবঙ্গ বা ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনও মুখ খোলেনি হাওয়া অফিস। এদিকে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আজ থেকে দক্ষিণবঙ্গে এক লাফে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলি - বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে পারদ। (HT_PRINT)