ঘূর্ণিঝড় মন্দৌসের রেশ এখনও কাটেনি দক্ষিণ ভারতে। এ... more
ঘূর্ণিঝড় মন্দৌসের রেশ এখনও কাটেনি দক্ষিণ ভারতে। এরই মধ্যে এবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে আরও এক ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলেনি মৌসম ভবন।
1/6মৌসম ভবন জানিয়েছে, আগামিকাল ১৩ ডিসেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এই ঘূর্ণাবর্তের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত আন্দামানে বৃষ্টি জারি থাকবে এর জেরে। (HT_PRINT)
2/6মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগরের এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে বা আদৌ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেটার ওপর নদর রাখা হচ্ছে। তবে আপাতত সেই ধরনের কোনও সম্ভাবনা নেই। হয়ত এই সিস্টেমটি স্থলভাগে প্রবেশও করবে না। এটি শ্রীলঙ্কার দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘূর্ণাবর্তের জেরে ফের রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে পারে। এর জেরে শীতে বাধা সৃষ্টি হতে পারে। (HT_PRINT)
3/6অন্যদিকে ঘূর্ণিঝড় মন্দৌস শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই বৃষ্টি জারি থাকবে। তামিলনাডু, কর্নাটক, কেরল ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (HT_PRINT)
4/6আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে ১৩ ডিসেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ-পূর্ব ও মধ্য আরব সাগরে ঝোড়ো হাওয়া বইবে এর জেরে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার থাকবে। কেরল-কর্নাটক উপকূলের আবহাওয়া উত্তাল থাকতে পারে আগামি দুই দিন। খারাপ আবহাওয়ার কারণে আগামী দুইদিন কেরল-কর্নাটক উপকূলে ও লাগোয়া দক্ষিণ-পূর্ব আরব সাগরে মৎসজীবীদের যেতে বারণ করা হয়েছে। (HT_PRINT)
5/6এদিকে ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলেছে। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে বেশ কয়েক ডিগ্রি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার আর সেরকম কোনও হেরফের হবে না। অর্থাৎ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। (HT_PRINT)
6/6কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে, কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে তা খানিক সময়ের জন্য। আগামী পাঁচদিন বাংলার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। (HT_PRINT)