Cyclonic Circulation Rain Update in WB: ঘূর্ণাবর্তের ফাঁড়া কাটল না! বাংলায় প্রবল ভারী বৃষ্টি চলবে, কোথায় আরও বেশি হবে?
Updated: 19 Jun 2024, 03:21 AM ISTএখনও ঘূর্ণাবর্তের ফাঁড়া কাটল না। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতাও জারি করা হয়েছে। তার জেরে বিপদের আশঙ্কা করা হচ্ছে। কতদিন এরকম বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের ওই জেলাগুলিতে?
পরবর্তী ফটো গ্যালারি